| |
               

মূল পাতা রাজনীতি তাকওয়া ভিত্তিক রাষ্ট্র হলে দেশে  দুর্নীতি-দুঃশাসন থাকবে না :  মাওলানা মুজিবুর রহমান হামিদী 


তাকওয়া ভিত্তিক রাষ্ট্র হলে দেশে  দুর্নীতি-দুঃশাসন থাকবে না :  মাওলানা মুজিবুর রহমান হামিদী 


রহমত নিউজ     24 March, 2025     03:17 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, আল্লাহভীরু লোকের নেতৃত্বে তাকওয়াভিত্তিক রাষ্ট্র কায়েম হলে দেশে কোনো দুর্নীতি-দুঃশাসন, বৈষম্য, অন্যায়-অপরাধ থাকবে না। ক্ষমতার জোরে মানুষ খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও বিদেশে অর্থ পাচার থাকবে না। ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হওয়ার পথ চিরতরে বন্ধ হবে। আর এই জন্য প্রয়োজন তাকওয়াবান মানুষ গঠন করা। তাকওয়া হচ্ছে ফরজ-ওয়াজিবগুলো যথাযত ভাবে পালন করা।

রবিবার (২৪ মার্চ) বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব  আন্দোলনের উদ্যোগে আয়োজিত “কুরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিরিক ও হারামকে কঠোরভাবে পরিহার করা। যে সকল কাজে আল্লাহর হক, বান্দার হক এবং রাষ্ট্রীয় হক-সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলোকে বর্জন করা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে  কাজ করাই হলো  তাকওয়া। খোদাভীতি, পরহেজগারী এবং সংযমের নামই তাকওয়া। তাকওয়া অর্জন করতে হলে কুরআন সুন্নাহকে মেনে চলতে হবে। রাসুল সা: আদর্শের অনুকরণ করতে হবে।

মাওলানা হামিদী আরও বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. তাকওয়াবান মানুষ দিয়ে তাকওয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্যেই খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। কুরআন সুন্নাহর আলোকে খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির শাসনেই মানবতার মুক্তি আসতে পারে।

এসময় তিনি কুরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। 

বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি কারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহ, যুব নেতা মুফতি আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি নাদিম হোসাইন ও হাফেজ আফজাল হোসাইন প্রমূখ।

সভাপতির বক্তব্যে মুফতী সিদ্দিকুর রহমান সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি স্থাপন করতে জনসাধারণের মধ্যে ইসলামের সঠিক আদর্শ ও  অনুশাসনের ব্যাপক প্রচার-প্রসার এবং অনুশীলন করতে সকলের প্রতি আহ্বান জানান।